বিয়ে ছাড়াই নারীর সঙ্গে সংসার, মাজারে নিয়ে প্রতিজ্ঞা


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৭:৩০ পূর্বাহ্ন, ১লা ফেব্রুয়ারি ২০২৩


বিয়ে ছাড়াই নারীর সঙ্গে সংসার, মাজারে নিয়ে প্রতিজ্ঞা
বিয়ে ছাড়াই নারীর সঙ্গে সংসার, মাজারে নিয়ে প্রতিজ্ঞা

বিয়ের দাবিতে চারদিন ধরে পটুয়াখালীর মির্জাগঞ্জে অনশন করছেন এক সন্তানের জননী।


জানা গেছে, প্রায় ছয় বছর আগে ঐ নারীর পারিবারিকভাবে বিয়ে হয়। পরে তার ঐ বিয়ে বিচ্ছেদ হয়। এরপর মির্জাগঞ্জ উপজেলার শামীম ফকিরের সঙ্গে ঐ নারীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তখন থেকেই শামীম ফকির ঐ নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে করতেন।


ভুক্তভোগী নারী বলেন, শামীম ফকির বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছেন। আমি ঢাকার মিরপুরের একটি গার্মেন্টসে চাকরি করতাম। ছয় মাস আগে শামীম আমাকে মির্জাগঞ্জ মাজারে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন। পরে স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকায় বাসাভাড়া নিয়ে থাকি। 


স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. সহিদউল্লা বলেন, ভুক্তভোগী নারী আমার বাড়িতে এসে অভিযোগ করায় ছেলে পক্ষের লোকজনকে খবর পাঠিয়েছি। 


মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।