গলাচিপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৪ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩
পটুয়াখালীর গলাচিপায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী (১০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বশির হাওলাদার (৪৫) কে মারধর করে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগীর স্বজনরা।
সোমবার (৩০ জানুয়ারি) রাত ১১ টার দিকে গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৩১ জানুয়ারি) গলাচিপা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। অভিযুক্ত বশির হাওলাদার একই এলাকার মৃত ফজলুল হাওলাদারের ছেলে।
সংশ্লিষ্ট ও মামলা সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় পরিবারের লোকজন ফার্নিচারের দোকানে মালামাল পরিবর্তন করিতেছিল। এসময় আসামি বশির হাওলাদার দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় ভিকটিমকে একা পেয়ে মুখ চেপে ধরে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে। এ ঘটনা জানাজানি হলে বশির হাওলাদারকে উত্তেজিত স্বজনরা ধরে মারধর দিয়ে পুলিশে দেয়।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ ধারা ৯ (১) মামলা হয়েছে। যার মামলা নম্বর ১৯/২৩। অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এদিকে ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
জেবি/এসবি