চুনারুঘাটে বাসুদেব মন্দিরে মহাযজ্ঞ সম্পন্ন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:০২ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার হাতুন্ডা গ্রামে শ্রীশ্রী বাসুদেব মন্দির অঙ্গনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব শান্তিকল্পে ২৪ প্রহর (তিনদিন) ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে।
এই উৎসব অনুষ্ঠান মঙ্গলবার (৩১ জানুয়ারি) সম্পন্ন করা হয়। অনুষ্ঠানাদির মধ্যে ছিল,গত ২৫শে জানুয়ারি বুধবার হতে শুক্রবার পর্যন্ত স্বাধ্যায়যজ্ঞ, শ্রীমদ্ভাগবত গীতা আলোচনা, ধর্মসভা, ধর্মীয় সংগীতানুষ্ঠান, পদকীর্ত্তন, লীলাকীর্ত্তনসহ বিভিন্ন অনুষ্ঠান। শুক্রবার ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্ত্তন মহাযজ্ঞের শুভাধিবাস।
শনিবার হতে সোমবার পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী নাম সংকীর্ত্তন মহাযজ্ঞ চলে। সোমবার শ্রীশ্রী বাসুদেব ও শ্রীমন্ মহাপ্রভুর ভোগরাগ তৎপরে মহাপ্রসাদ বিতরণ।
মঙ্গলবার কীর্ত্তনসহ মন্দির প্রদক্ষিণ, নগর পরিক্রমা ও হরিলুট তৎপর উৎসব সমাপন হয়েছে। এই উৎসব অঙ্গনে দূরদূরান্ত হতে অনেক সনাতনী ভক্তবৃন্দের সমাগম ঘটেছে।
আরএক্স/