বিরামপুর মহিলা কলেজে ওরিয়েন্টেশন ক্লাশ ও নবীন-বরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:৫২ পূর্বাহ্ন, ২রা ফেব্রুয়ারি ২০২৩

দিনাজপুরের বিরামপুর মহিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস ও নবীব-বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বুধবার (১ ফেব্রয়ারী) মহিলা কলেজের হল রুমে অনুষ্ঠানে অধ্যক্ষ শিশির কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও পরিমল কুমার সরকার।
সারা দেশের ন্যায় মহিলা কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাসে নতুন ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়।
সহকারী অধ্যাপক সুলতান মাহমুদের সঞ্চালনায় নতুন ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন উপাধ্যক্ষ মেসবাউল হক, সহকারী অধ্যাপক দবিরুল ইসলাম,ইকবাল হোসেন, আবুল খায়ের বাশার চৌধুরী, আলহাজ আবুল কালাম আজাদ, মাসুদুজ্জামান মন্ডল, মশিহুর রহমান , নার্গিস সুলতানা, সঞ্চয় কুমার, দিলীপ কুমার,মোজ্জামেল হক, মোসলেম উদ্দিন জান্নাতুন ফেরদৌস , সাবিনা ইয়াসমিন,শারমিন ইয়াসমিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত নবীন ছাত্রীদের কলম উপহার দেন ইউএনও পরিমল কুমার সরকার।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শান্তিপুর্ণ উপায়ে বাংলা বর্ষ বরণ হবে ইনশাল্লাহ: ডিসি নুসরাত

কুড়িগ্রাম রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিনামূল্যে তরমুজ খাওয়া কর্মসুচি

লালমনিহাটে কালবৈশাখীর তাণ্ডবে ঘর বাড়িসহ ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক-কর্মচারী ঐক্যজোট কমিটির আত্মপ্রকাশ
