আরসা সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:৪৪ পূর্বাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৩


আরসা সদস্যসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
আরসার সদস্য

কক্সবাজারের রামু থেকে মিয়ানমারের বিছিন্নতাবাদি সংগঠন আরসার সদস্যসহ ২ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র‌্যাব ১৫।


বুধবার (১ জানুয়ারি) রাতে কক্সবাজার টেকনাফ সড়কের রামুস্থ র‌্যাব-১৫ কার্যালয়ের সামনে তল্লাশী চৌকি বসিয়ে এ ২ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন, র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।


গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে মো. শফিক প্রকাশ হাফেজ শফিক (৩০) ও একই ক্যাম্পের ডি ব্লকের রশিদ আহমেদের ছেলে ইসলাম (২৬)।


সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানিয়েছেন, অভিযানে গ্রেফতারকৃত হাফেজ শফিক টেকনাফ থানায় দায়ের হওয়া অস্ত্র মামলার আসামি। আর ইসলাম  মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র সন্ত্রাসী। যার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ২ জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।