দুমকিতে আজিজ আহমেদ কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের মিলনমেলা


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৩:২৬ পূর্বাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৩


দুমকিতে আজিজ আহমেদ কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের মিলনমেলা
দুমকিতে আজিজ আহমেদ কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের মিলনমেলা

পটুয়াখালীর দুমকিতে আজিজ আহমেদ কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের মিলনমেলা ও স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৬ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে আয়োজিত কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদারের সভাপতিত্বে ও কলজের অধ্যক্ষ আহসানুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নাসরিন আহমেদ। 


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসাহাক আহমেদ ডিগ্রী কলেজের সভাপতি ফজলে মাসুদুর রহমান পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা আ.লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও কলাবাগান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তাওকীর আহমেদ শাবাব প্রমুখ। 


মিলন মেলা ও স্বরণ সভায় দানবীর মরহুম আলহাজ্ব আজিজ উদ্দিন আহমেদ পরিবারের অন্যান্য সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।