দুমকিতে বিনামূল্যে বীজ বিতরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:২৭ পূর্বাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৩
‘কৃষিই সমৃদ্ধি, এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন বাস্তবায়নের লক্ষ্যে দুমকি উপজেলা পরিষদ ও কৃষি দপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশিদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহের মালিকার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক- কৃষাণি।
অনুষ্ঠান শেষে উপজেলার ২ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে খরিপ ঋতুর উচ্চ ফলনশীল জাতের পুঁই, ঢেঁড়স, ডাঁটা, ধুন্দল, শসাও কলমি শাকের বীজ বিতরণ করা হয়।