টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০৫:৩২ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৩
ঢাকার বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছেন র্যাব।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র্যব-৩ এর একটি তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর টিকাটুলিতে র্যাব-৩ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন বিস্তারিত জানানো হবে।