রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপপু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৩
দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপপু। রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রবিবার তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনে (ইসি) রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের মনোনীত প্রার্থীই পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন, এটি নিশ্চিত বলেই ধরে নেওয়া যায়। বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী না দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছে।