অগ্নিসন্ত্রাস রোধে আনসারবাহিনী জনগণকে স্বস্তি দিয়েছে: শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:২৮ পূর্বাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াও ও অগ্নিসন্ত্রাস রোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগণকে স্বস্তি দিয়েছে।
রবিবার (১২ ফেব্রুয়ারি) গাজীপুরের সফিপুরে বাহিনীটির ৪৩তম জাতীয় সমাবেশে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ আর কখনও পেছনের দিকে যাবে না। আরও সামনে এগিয়ে যেতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই গ্রাম থেকে শহরে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জাতীয় ও স্থানীয় নির্বাচন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় বাহিনীটির অবদান আজ প্রশংসনীয় ।
এ বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে বাহিনীর ৪৩তম জাতীয় সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সালাম গ্রহণ আর প্যারেড পরিদর্শনের পাশাপাশি কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী।
কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী ৮ ক্যাটাগরিতে বাহিনীর ১৮০ জনকে সাহসিকতা ও সেবা পদক দেন।
চলমান বৈশ্বিক বাস্তবতায় ফসল উৎপাদন বৃদ্ধিতে গ্রামের মানুষকে পরামর্শ দিতে এই বাহিনীকে ভূমিকা রাখারও তাগিদ দেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে প্রতিটি প্রতিষ্ঠানকেই উন্নত করা হয়। তারই অংশ হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলছে বর্তমান সরকার।