পুরান ঢাকায় সেপটিক ট্যাংক থেকে মিলল শিশুর মরদেহ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৫৪ পূর্বাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩
নিখোঁজের একদিন পর রাজধানীর পুরান ঢাকার কাজী রিয়াজউদ্দিন রোডে একটি বাড়ির পানির সেপটিক ট্যাংক থেকে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নাম আরিয়ান।
শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কাজী রিয়াজউদ্দিন রোডের একটি পাঁচ তলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকি থেকে ঐ শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
আরিয়ান নোয়াখালী জেলার বাসিন্দা মো. আরিফের ছেলে। বর্তমানে চকবাজার ২৭/২/১ নম্বর কাজী রিয়াজউদ্দিন রোডে একটি ভবনের নিচ তলায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। এক ভাই ও এক বোনের মধ্যে আরিয়ান ছিল ছোট।
চকবাজার থানার এসআই রাইসুল ইসলাম জানান, শুক্রবার দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে রাত ২টার দিকে শিশুর মা ইয়াসমিন আক্তার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে আরিয়ানসহ তিন শিশু চোর-পুলিশ খেলার সময় হয়তো আরিয়ান পালাতে গিয়ে কোনোভাবে ঐ সেপটিক ট্যাংকে পরে যায়। আরিয়ানের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাত ১১টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।