আগামীকাল থেকে আদালতে ফিরবেন আইনজীবীরা : আনিসুল হক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪০ এএম, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩


আগামীকাল থেকে আদালতে ফিরবেন আইনজীবীরা : আনিসুল হক
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা তাদের চলমান আদালত বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আবার আদালতে যাবেন। 


রবিবার (১২ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে আইনজীবী সমিতির নেতাদের সঙ্গে বৈঠকের এ কথা জানান তিনি।


আইনমন্ত্রী বলেন, আগামীকাল থেকে আদালতের কার্যক্রম স্বাভাবিক হবে। আইনজীবীরা বর্জন কর্মসূচি প্রত্যাহার করে আদালতে যাবেন।


আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সামছুজ্জামান চৌধুরী কানন বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। আমরা আমাদের দাবিগুলো পূরণ করতে পেরেছি। অচিরেই সাধারণ সভা করে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হবে। তবে কোন কোন দাবি মেনে নেওয়া হয়েছে- সে সম্পর্কে স্পষ্ট করে বলতে চাননি তিনি।


এর আগে জেলা ও দায়রা জজ শারমিন নিগার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ ফারুক এবং জেলা জজ আদালতের নাজির মোমিনুল ইসলামের অপসারণ চেয়ে গত জানুয়ারি মাস থেকে আন্দোলন করে আসছেন আইনজীবীরা।