বিশ্ব বেতার দিবস আজ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:৫৭ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৩


বিশ্ব বেতার দিবস আজ
বিশ্ব বেতার দিবস আজ

আজ বিশ্ব বেতার দিবস। ‘Radio and Peace: বেতার ও শান্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ ফেব্রুয়ারি) পালিত হবে বিশ্ব বেতার দিবস-২০২১। বাংলাদেশেও দিবসটি ঘিরে নানা আয়োজনে করা হয়েছে।


দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে দুপুর দেড়টায় র‌্যালি। র‌্যালির উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার।


এছাড়া বিকাল ৪টায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর খোন্দকার এবং ইউনেস্কো ঢাকা অফিসের অফিসার ইনচার্জ Ms. Susan Maree Vize. সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


২০১২ সাল থেকে ১৩ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী বেতার দিবস পালন করা হচ্ছে। দিবসটি পালিত হয় জাতিসংঘের সংস্থা ইউনেস্কোর মাধ্যমে। তবে এর পেছনে মূল ভূমিকা পালন করে স্প্যানিশ একাডেমি অব রেডিও। তাদের অনুরোধে ইউনেস্কো ২০০৮ সালে বিশ্ব বেতার দিবস পালনের ঘোষণা দেয়।