বসন্ত বরণ ও ভর্তা উৎসব' উদযাপনে জবি চারুকলা বিভাগ


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৫:৫৫ পূর্বাহ্ন, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩


বসন্ত বরণ ও ভর্তা উৎসব' উদযাপনে জবি চারুকলা বিভাগ
বসন্ত বরণ

ছাদে ফুটেছে সূর্যমুখী ফুল। দখিনা হাওয়ায় উড়ছে কাগুজে ফুল। হলুদ, গোলাপি, নীল, লাল শাড়িতে মেতেছে তরুণীরা। সবার মাথায় বসন্তের আগমনী ফুলের মালা। ছেলেরা পড়েছে হরেক রকমের পাঞ্জাবি। ভাতে ভর্তা সবাইকে করা হচ্ছে আপ্যায়ন। 


এভাবেই সোমবার (১৩ ফেব্রুযারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দুপুরে চারুকলা বিভাগ উদযাপন করলো বসন্ত বরণ ও ভর্তা উৎসব।


সকাল থেকেই চারুকলা বিভাগের শিক্ষার্থীরা ছাদে মেতে ওঠে দেশীয় এ উৎসবে। এরপর দুপুর ২ টায় শুরু হয় আলোচনা সভা। সেসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমন, প্রক্টর ড. মোস্তফা কামালসহ বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, 'আমরা বাঙালি, আমাদের বারো মাসে তেরো পার্বণ। বাংলাদেশে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাস করি। তবে যে ধর্মের ই হই না কেন, উৎসব একসাথে পালন করি। মুসলমানদের ঈদ, হিন্দুদের পূজা, বৌদ্ধ এবং খ্রিস্টানদের সকল উৎসব অসাম্প্রদায়িকভাবে আমরা উদযাপন করি।'


উপাচার্য আরও বলেন, 'আমাদের বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি বিভাগ এবার বসন্ত বরণ উৎসব উদযাপন করছে। গ্রামীণ পরিবেশের আদলে বসন্ত বরণ উৎসব দেখে খুবই ভালো লাগছে। বসন্তের ফুল ফোটার উৎসব হোক সবখানে। এতে করে জঙ্গীবাদ, সাম্প্রদায়িকতা দূর হবে সমাজ থেকে।'


বসন্তের শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, 'ছাঁদে বসন্ত বরণ করা খুবই বিরল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এমন হয় কি না আমার জানা নাই। আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রঙিন আবহ লক্ষ করা যাচ্ছে। এর পেছনে চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অবদান। অসাম্প্রদায়িক চেতনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিধাহীন।'


এছাড়া অনুষ্ঠানে চারুকলা বিভাগ ছাত্রলীগের সভাপতি আরাফাত আমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় প্রক্টর, চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক বজলুর রহমান,  শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকে বক্তব্য রাখেন।


আরএক্স/