Logo

থালা-বাটি বাজিয়ে সিঙ্গেল সিটের জন্য বাকৃবিতে মেয়েদের প্রতিবাদ

profile picture
জনবাণী ডেস্ক
১৯ মার্চ, ২০২৫, ০৭:৩৪
61Shares
থালা-বাটি বাজিয়ে সিঙ্গেল সিটের জন্য বাকৃবিতে মেয়েদের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বর্ষের ছাত্রীরা সিঙ্গেল সিটের জন্য থালা-বাটি বাজিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের ছাত্রীরা সিঙ্গেল সিটের জন্য থালা-বাটি বাজিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে হলের সামনে ছাত্রীরা অবস্থান নেয়। এসময় তারা হলের সিট সংকট এবং কর্তৃপক্ষের অব্যবস্থাপনার তীব্র নিন্দা জানান। ‘শতভাগ আবাসন, প্রহসন প্রহসন’ ঐ স্লোগানের মাধ্যমে হলে হলে সিট সংক্রান্ত বৈষম্যের প্রতিবাদ তোলেন ছাত্রীরা।

বিজ্ঞাপন

ওই হলের ছাত্রীদের সাথে কথা বলে জানা যায়, সুলতানা রাজিয়া হলে অবকাঠামোগতভাবে কোনো গণরুমের ব্যবস্থা না থাকলেও লাইব্রেরি, জিম রুম, কমন রুম এবং ডাইনিং রুমকে কাঠের তক্তা দিয়ে গণরুমে পরিণত করা হয়েছে। পাঁচটি ছাত্রী হলের মধ্যে শুধু সুলতানা রাজিয়া হলেই নিছক গণরুমে ডাবলিং করে আবাসনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য ছাত্রী হলের তুলনায় তীব্র সিট সংকটের বিষয়টি প্রভোস্টকে জানানো হলেও চলতি বছর প্রথম বর্ষের শিক্ষার্থীদের উক্ত হলের আইসোলেশন রুমে ৭৭ জনকে সিট বরাদ্দ দেওয়ায় কর্তৃপক্ষের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন ছাত্রীরা।

বিজ্ঞাপন

হলের দ্বিতীয় বর্ষের নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের হলে সিট সংকট আগের থেকেই আছে এবং আমরা প্রভোস্টকে জানিয়েছি যে আমাদের হলে আমরা ২২-২৩ বর্ষের মেয়েরা গণরুমে ডাবলিং করে থাকছি এবং নতুন ছাত্রী তোলার জন্য কোনো সিট নেই আমাদের। এক ঘণ্টার বেশি কথা বলার পর উনি জানান যে প্রভোস্ট কাউন্সিলরের সাথে কথা বলবেন এবং আশ্বাস করেন হলে সর্বোচ্চ ৬০ জন মেয়ে উঠাবেন, তার বেশি একজনও না। গণরুমের কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাদের, পড়াশোনার কোনো পরিবেশ নেই এখানে।’

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা জানান, ‘আমরা এই ঈদের পর গণরুমের চেহারা দেখতে চাই না এবং আমরা চাই, এখন থেকে এক মাসের মধ্যে ব্লকের বিল্ডিংয়ে সিঙ্গেল বেড দিতে হবে।’

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD