উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:১৪ এএম, ১৭ই ফেব্রুয়ারি ২০২৩

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার থেকে চোরাইপথে আনার সময় ১ লাখ ইয়াবাসহ শরিফ হোসেন (২১) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) উখিয়া উপজেলার তুলাতুলী জলিলের গোদা এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক শরিফ হোসেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহম্মদের ছেলে।
বিজিবির কক্সবাজারস্থ ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে চোরাই পথে ইয়াবা নিয়ে আসার সময় এ যুবককে আটক করা সক্ষম হয়। এব্যাপারে মামলা করে আটককে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।