চাঁদাবাজির সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা আটক
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির এলাকায় বইমেলায় আসা দর্শনার্থীর কাছ থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে ঢাবি ছাত্রলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাদেরকে আটক করে পুলিশ।
আটককৃত দুইজন হলেন- শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব হোসেন রবিন ও মাস্টারদা সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মোহাইমেনুল ইসলাম ইমন।
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুই শিক্ষার্থী নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বইমেলার একদল দর্শনার্থীকে আটক করে। দর্শনার্থীরা মাদক ব্যবসা করছে অভিযোগ এনে তাদের শরীর তল্লাশি করে। পরে কোনো মাদকদ্রব্য না পেয়ে তাদের কাছ থেকে ১৫০০ টাকা ছিনিয়ে নেয়।
এ সময় ছিনতাইকারী সন্দেহ হলে ভুক্তভোগীরা চিৎকার করে, পরে আশপাশের লোকজন তাদের ধরে পুলিশে সোপর্দ করে।
শাহবাগ থানার ওসি নুর মোহাম্মদ বলেন, এই ছিনতাইকারীদের হাতেনাতে আটক করা হয়েছে। আমরা তাদের কাছ থেকে একটি বাইক জব্দ করেছি। ভুক্তভোগীরা শাহবাগ থানায় অভিযোগপত্র দাখিল করায় আমরা তাদের পুলিশ হেফাজতে রেখেছি।