হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৩


হিলি সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
টহলরত বিজিপির সদস্যরা

হিলি সীমান্তে ভারতীয়  সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নাগরিক  নিহত হয়েছে।


শুক্রবার (১৭ ফেব্রুয়ায়রি) রাত ৮টার দিকে ধরন্দা এলাকার ২৮৫ নং মেইন পিলারের ২৫নং সাব পিলার সংলগ্ন  ভারত অভ্যন্তরে ঘটনা টি ঘটছে।


২০বিজিপি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল  রফিকুল ইসলাম জানান, নিহত ব্যাক্তি কোন দেশের নাগরিক সেটি নিশ্চিত হতে ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।


হাকিমপুর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর  এলাকাবাসি সীমান্তে ২ রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি  হাকিমপুর পৌরসভার ২নং ওয়ার্ডের ধরন্দা গ্রামের আবুল হোসের ছেলে  শাহাবুল হোসেন বাবু ২৩ নামের এক যুবক নিহত হয়েছে।


জেবি/এসবি