ঢাবিতে থাকবে না ভ্রাম্যমাণ দোকান
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪:৩৯ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যত্রতত্র ভ্রাম্যমাণ দোকান বন্ধে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে বিশেষ অভিযান পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানিয়েছেন, ক্যাম্পাসের সুন্দর পরিবেশ বজায় রাখতে এই অভিযান চালানো হবে।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে ভার্চুয়াল ক্লাসরুমে মহান অমর একুশের প্রস্তুতিবিষয়ক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভ্রাম্যমাণ দোকান রোধে আগামী ২২ ফেব্রুয়ারি থেকেই আমাদের বিশেষ অভিযান থাকবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুব পরিচ্ছন্ন, সুন্দর ও নান্দনিক পরিবেশ সংরক্ষণের জন্য নানা উদ্যোগ থাকবে।
তিনি বলেন, ইতোমধ্যেই আমরা সে সিদ্ধান্তগুলো নিয়েছি, যাতে কোনো অননুমোদিত ভ্রাম্যমাণ দোকার যত্রতত্র না থাকে। একটি সুন্দর পরিবেশ যাতে আমাদের শিক্ষার্থীরা উপভোগ করতে পারে, সেজন্য আমাদের বিশেষ প্রয়াস থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করে এমন ধরনের দোকান যত্রতত্র বসানো এবং খাদ্য পরিবেশন করা যাবে না। এটি পরিবেশ, প্রকৃতি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য বড় আকারের হুমকি হয়ে দাঁড়ায়।