বিএসএফের গুলিতে নিহত বাবুর মরদেহ এখনো ভারতে


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:২৯ পূর্বাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৩


বিএসএফের গুলিতে নিহত বাবুর মরদেহ এখনো ভারতে
স্বজনদের আহাজারি

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফের গুলিতে শাহাবুল ইসলাম বাবু নিহতের ঘটনায় তিন দিন  অতিবাহিত   হলেও মরদেহ ফেরত পাবে কি-না তা নিয়ে উৎকন্ঠায় দিনপার করছে পরিবার ও স্বজনরা। নিহত বাবুর মরদেহ ফেরত পেতে বিজিবির কাছে আবেদন করেও কোন আশ্বাস মিলছেনা বলে পরিবারের দাবি।


পরিবারের একমাত্র ছেলে নিহতের ৩ দিন অতিবাহিত হলেও তার  মরদেহ না পাওয়ায় শয্যাশায়ী নিহত বাবুর বাবা-মা ও স্ত্রী।


নিহতের মামা বাবলু হোসেন অভিযোগ করে বলেন, ঘটনার পর থেকেই বিজিবিকে একাধিকবার লিখিত ও মৌখিক ভাবে অবগত করলেও তারা কিছুই জানাচ্ছেন না। 


পরিবারের দাবি, শুক্রবার বিকেলে মেয়ের খাবার ও অসুস্থ বাবার ঔষধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান বাবু। এর পর রাত ৯ টার দিকে জানা যায়, বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দুরে ধরান্দা এলাকার ২৮৫/২৫ সাব- সীমানা পিলারের ভারত অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাবু নিহত হয়েছেন।


এ ঘটানায় ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. রফিকুল ইলামের  সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা  করা হলেও  কেউ ফোন রিসিভ করেননি।


জেবি/এসবি