গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে মোট ৭ জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৪৫ এএম, ৯ই আগস্ট ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ নিয়ে এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তারকৃতদের একজন হলেন শাহজালাল (২৫), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ মিয়ার ছেলে।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাতে ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তদন্ত কর্মকর্তাদের ভাষ্যমতে, তিনি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত।
অন্যজন হলেন মো. ফয়সাল হাসান (২৩), পাবনা জেলার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিন হাসানের ছেলে। নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ে রফিকুল ইসলামের ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনিও হত্যায় সরাসরি জড়িত অন্যতম আসামি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও র্যাব যৌথ অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে, যারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন।
আরএক্স/