সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সদরপুরে মানববন্ধন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৪ পিএম, ৯ই আগস্ট ২০২৫

গাজীপুরে কর্মরত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে ফরিদপুরের সদরপুর উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকাল ১১টায় সদরপুর উপজেলা প্রশাসনিক চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশটি সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার প্রতিনিধি শেখ সোবাহান। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. সাব্বির হাসান, ডিবিসি নিউজ প্রতিনিধি মাহবুবুল ইসলাম পিকুল, গণসংহতি পত্রিকার সম্পাদক আশিষ পোদ্দার বিমান, মানবজমিন প্রতিনিধি শিমুল তালুকদার, এশিয়ান টিভি প্রতিনিধি তানভীর তুহিন, দিনকাল প্রতিনিধি সাইদুর রহমান লাবলু, ভোরের ডাক প্রতিনিধি আবুল বাশার, ইনকিলাব প্রতিনিধি কবির হোসাইন, মুফতি জাকির হোসাইন এবং ওয়াজেদ হোসেন।
এ সময় বক্তারা বলেন, একজন সাংবাদিককে এভাবে প্রকাশ্যে হত্যা শুধু একজন ব্যক্তিকে নয়, মুক্ত সাংবাদিকতাকেই হত্যা করার শামিল। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসডি/