শরীয়তপুরের গোসাইরহাটে স্থায়ীভাবে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৫৪ পিএম, ৯ই আগস্ট ২০২৫

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার চর জালালপুর এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও স্থায়ীভাবে বেরিবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এলাকাবাসী।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নের চরজালালপুরে নদীর পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাওলপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয়রা জানান, আলাওলপুর ইউনিয়নের চরজালালপুর মৌজার কয়েকশ’ বিঘা ফসলি জমি এবং কয়েক হাজার পরিবারের ভিটেমাটি মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিবছর বর্ষা এলেই অসংখ্য পরিবার ভিটেমাটি হারায় এবং শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা নদীতে বিলীন হয়ে গেছে।
চরজালালপুর এলাকার অধিকাংশ মানুষ সাধারণ খেটে খাওয়া ও জমিতে ফসল চাষ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু মেঘনার প্রবহমান স্রোতের ধাক্কায় প্রতিবছরের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে ফেলছে এখানকার মানুষ। শতাধিক পরিবার নিজের স্বজনদের ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তাই এলাকাবাসীর একটাই চাওয়া, চরজালালপুর রক্ষায় নদীর পাড়ে বাঁধ নির্মাণ করার।
এসডি/