খাল বাঁচাতে মাঠে নেমেছে চাঁদপুর পৌর বিএনপি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:০৯ পিএম, ৯ই আগস্ট ২০২৫


খাল বাঁচাতে মাঠে নেমেছে চাঁদপুর পৌর বিএনপি
চাঁদপুর পৌর বিএনপি। ছবি: প্রতিনিধি

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে স্বেচ্ছাশ্রমে মধ্য ইচলী খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে।


শনিবার (৯ আগস্ট) দুপুরে পৌর ১১নং ওয়ার্ডের মধ্য ইচলী পাঁকা মসজিদ সংলগ্ন খালের কচুরিপানা পরিস্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি ও সদস্যসচিব অ্যাড. হারুনুর রশিদ।


পৌর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির আহমেদ ভূঁইয়ার পরিচালনায় এ সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক সফি উদ্দিন বাবলু, সদর উপজেলা শ্রমিকদলের সভাপতি নয়ন মাহমুদ ভূঁইয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বারেক ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি বলেন, কয়েকদিন আগে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক মধ্য ইচলী এলাকায় গণসংযোগে এসে খালটি অপরিস্কার দেখতে পান। তখন তিনি মধ্য ইচলীর এই খালটি আবর্জনা, ময়লা পরিস্কার করতে স্বেচ্ছাশ্রমে কাজ করার নির্দেশ দেন নেতৃবৃন্দকে। সেই নির্দেশ মোতাবেক চাঁদপুর পৌর বিএনপির উদ্যোগে ও ১১নং ওয়ার্ড বিএনপির বাস্তবায়নে স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কার কার্যক্রম করা হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, ৭৫ এর পর আওয়ামী দুশাসনের কারনে দেশটা ভংঙ্কুর অবস্থায় ছিলো, লজ্জাস্থান নিবারনের জন্য অনেকের কাপড় ছিলো না, টাকা ছিল না। সেই সুযোগে লুটপাট করে দেশকে ধ্বংস করেছিল আওয়ামীলীগ। তখন এ দেশের হাল ধরেছিলেন মেজর জিয়াউর রহমান। ক্ষমতায় এসে তিনি স্বেচ্ছাশ্রম চালু করেন।


 তিনি স্বচ্ছাশ্রমে খাল খনন করার কারনে সেদিন ধান ও ফসল উৎপাদন হয়েছিল। তা না হলে দেশের মানুষ অনাহারে মারা যেতো। আর আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালিন সময়ে গত ১৬ বছর অবৈধভাবে খাল, বিল, ডোবা-নালা ভরাট করে ফেলেছেন। এতে করে সাধারণ মানুষের দূর্ভোগ সৃস্টি হয়েছে। 


তিনি বলেন, কেউ অন্যায়ভাবে খাল, জমি দখল করলে তা মেনে নেয়া হবে না। এই মধ্য ইচলীর খালটি পরিস্কার করা হলে মশার উপদ্রব থেকে সাধারণ মানুষ রক্ষা পাবে ও সুন্দর্য বৃদ্ধি হবে। বিএনপি জনগনের দল। জিয়াউর রহমানের আদর্শ ও তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে জেলা বিএনপি কাজ করছে। 


এসডি/