খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:৫৩ পিএম, ৯ই আগস্ট ২০২৫


খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
ছবি: জনবাণী

“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” প্রতিপাদ্যে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। 


শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা শহরের খাগড়াপুরস্থ জেবিসি রেস্টুরেন্ট প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে মহাজনপাড়ার সূর্য শিখা ক্লাব থেকে র‌্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াপুরে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।


সমাবেশে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক সাথোয়াই অং মারমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আদিবাসী নেতা সুধাকর ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরনার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, পানছড়ি উপজেলা পরিষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, আদিবাসী লেখক ও নাট্যকার আনন্দ মোহন চাকমা।


এছাড়া বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিত, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, সাধারণ শিল্পী কৃপায়ন ত্রিপুরা ও সাধারণ শিক্ষার্থী জগতম চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনতোষ ত্রিপুরা।


বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত আদিবাসীদের অধিকারের বিষয়ে ছাত্র-যুব সমাজকে সচেতন হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই অধিকার প্রতিষ্ঠা সম্ভব বলে তারা মত দেন।


সভায় পাঠ করা বিবৃতিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পাঠ্যপুস্তকে ইতিহাস অন্তর্ভুক্তকরণ, পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন, পৃথক ভূমি কমিশন গঠন, প্রথাগত ভূমি অধিকার নিশ্চিতকরণ, নারীর নিরাপত্তা এবং কারাগারে আটক নিরপরাধ বম সম্প্রদায়ের সদস্যদের মুক্তির দাবি জানানো হয়।


বিবৃতিতে আরও বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য চট্টগ্রাম ও সমতলের আদিবাসীরা ভূমি বেদখল, হামলা, ধর্ষণ ও নিপীড়নের শিকার হলেও এর সুষ্ঠু বিচার হয়নি। দেশের উন্নয়নযাত্রায় আদিবাসীদের পিছিয়ে পড়া রোধে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া জরুরি বলেও উল্লেখ করা হয়।


আরএক্স/