অপহরণের পাঁচ দিন পর কক্সবাজার থেকে যুবকের মরদেহে উদ্ধার


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৪:৪৯ পিএম, ৮ই আগস্ট ২০২৫


অপহরণের পাঁচ দিন পর কক্সবাজার থেকে যুবকের মরদেহে উদ্ধার
ছবি প্রতিনিধি

কামাল শিশির, রামু (কক্সবাজার) প্রতিনিধি: কুমিল্লা থেকে অপহরণের পাঁচ দিন পর সজিব হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ পাওয়া গেছে কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে।


বুধবার (৬ আগস্ট) বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তিগত সহায়তায় পরিচয় নিশ্চিত হয়। নিহত সজিব কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার গ্রামের বাসিন্দা ও কামাল হোসেনের ছেলে। 


পরিবারের দাবি, গত ১ আগস্ট ব্যক্তিগত কাজে কুমিল্লা শহরে গিয়ে নিখোঁজ হন সজিব। পরে এক অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। মুক্তিপণ দিতে রাজি না হওয়ায় তাকে নির্যাতনের পর হত্যা করে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অ্যাম্বুলেন্সে করে ইনানী সৈকতে ফেলে দেওয়া হয়। 


কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি হওয়ার পর বৃহস্পতিবার (৭ আগস্ট) মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্দেহভাজন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে আরো কয়েকজনের নাম পাওয়া গেছে, যাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 


উখিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।