টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেবে গেছে সড়ক, যান চলাচল বন্ধ


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২:১০ পিএম, ৭ই আগস্ট ২০২৫


টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেবে গেছে সড়ক, যান চলাচল বন্ধ
সংগৃহীত ছবি।

চট্টগ্রামে টানা ভারী বর্ষণের ফলে নগরীর বায়েজিদ এলাকায় অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ সংলগ্ন একটি ব্রিজ ধসে পড়েছে। বুধবার দিবাগত রাতের প্রবল পানির ঢলে ব্রিজটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়, ফলে সড়কের এক পাশ দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যান চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেস্টনি তৈরি করে রাখা হয়েছে।


বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।


সরেজমিনে গিয়ে দেখা যায়, যান চলাচলে ধীরগতির কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।


আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 


বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হাসান। আগামী ২৪ ঘণ্টায়ও ভরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।  


এ দিকে ভারী বর্ষণের ফলে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন অফিস ও স্কুলগামীরা। বৃষ্টির ফলে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নগরবাসীকে।



এ বিষয়ে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম বলেন, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম  ফায়ার সার্ভিসের একটি টিম দায়িত্ব পালন করছে।


এসডি/