অবৈধ সম্পদ অর্জনের বীর বাহাদুর ও স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজারে দুদকের আরও ২ মামলা


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৬:২৫ পিএম, ৭ই আগস্ট ২০২৫


অবৈধ সম্পদ অর্জনের বীর বাহাদুর ও স্ত্রীর বিরুদ্ধে কক্সবাজারে দুদকের আরও ২ মামলা
ফাইল ছবি।

সাড়ে ১২ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে প্রায় ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে পৃথক আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে দুই কর্মকর্তা বাদি হয়ে পৃথক মামলা ২ টি দায়ের করা হয়।


দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারি পরিচালক মো. মামুনুর রশিদ এই মামলা দুইটি লিপিবদ্ধ করেছেন। তিনি মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪(২), ও ৪(৩) ধারা এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি দুইটি লিপিবদ্ধ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।


পৃথক দুইটি এজাহারে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ১২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ৫৩৯ টাকার। একই সঙ্গে দুই জনের নামের বিভিন্ন ব্যাংকের ১৯ টি হিসাব নম্বরের বিপরীতে ৭৩ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৬৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে। দায়ের করার মামলা দুইটির এজাহার সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।


এর মধ্যে সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক নারগিস সুলতানা।


ওই মামলায়  বীর বাহাদুর উ শৈ সিং এর বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৯ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪  টাকার। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ১৩ টি হিসাব নম্বরের বিপরীতে ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে।


তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদি দুদক প্রধান কার্যালয়ের উপ সহকারি পরিচালন নিজাম উদ্দিন।


ওই মামলায় মে হ্লা প্রূ এর বিরুদ্ধে আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ দেখানো হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৫  টাকার। একই সঙ্গে তার নামের বিভিন্ন ব্যাংকের ৬ টি হিসাব নম্বরের বিপরীতে ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮০ টাকার সন্দেহজনক লেনদেন দেখানো হয়েছে।


উভয় মামলার এজাহারে বলা হয়েছে, দুদকের অনুসন্ধানকালে প্রাপ্ত আয়কর রিটার্ন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা এবং আইনজীবীর লিখিত বক্তব্যের প্রেক্ষিতে এসব তথ্য মিলেছে।


এর আগে ৩ আগস্ট ঢাকায় প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৭৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বীর বাহাদুর উ শৈ সিং এবং তাঁর স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।


এসডি/