শহীদদের প্রতি ঢাকা আলিয়ার শ্রদ্ধা নিবেদন


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৩


শহীদদের প্রতি ঢাকা আলিয়ার শ্রদ্ধা নিবেদন
শহীদদের প্রতি ঢাকা আলিয়ার শ্রদ্ধা নিবেদন

অমর একুশের প্রথম প্রহরে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার পক্ষ থেকে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।


সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশীদ,বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আবাসিক হলের শিক্ষার্থী, ঢাকা আলিয়া ছাত্রলীগ এবং ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এরপর শহীদ মিনারের বেদিতে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুর রশীদ। সবশেষে মাতৃভাষার জন্য আত্মাহুতি দেয়া শহীদদের জন্য দোয়া এবং মোনাজাত করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন তাফসির বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দীন,ঢাকা আলিয়া ছাত্রলীগ নেতা আজিজুল হক,মুরাদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ খান,সাবেক সভাপতি জুবায়েন খান,আবু রায়হান,মাইফুল নাইম,আজিম উদ্দিন আল আজাদ,নিশান চৌধুরী, আনিসুর রহমান,মৃধা মেহেদি হাসান,ফরহাদ খানসহ ছাত্রলীগের নেতারা।


এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব মোরতাজা,সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম বরকত,দপ্তর সম্পাদক মো. জোবায়ের,প্রকাশনা সম্পাদক হুজ্জাতউল্লা,সদস্য ইমরানুল হক সাকিবসহ সাংবাদিক নেতৃবৃন্দ।