দুমকিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৪৫ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৩
পটুয়াখালীর দুমকিতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ড. হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ দুমকি থানা মো. আব্দুস সালাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ পুস্পস্তবক অর্পণ করেন। এছাড়াও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা বিএনপি, জাতীয় পার্টি, দুমকি প্রেস ক্লাব, মফস্বল সাংবাদিক ফোরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।
পুস্তকস্তবক অর্পণ শেষে ৫২'র ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
সকাল ৮ টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করণ ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরীসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।