দেশের সুনীল অর্থনীতির উন্নয়নে সুফল আসবে: প্রাণিসম্পদ মন্ত্রী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:৩৪ এএম, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩

দেশে মৎস্য উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, এ ক্ষেত্রে গবেষণার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার গবেষণার জন্য নতুন নতুন ক্ষেত্র তৈরি করে দিচ্ছে। এর ফলে দেশের সুনীল অর্থনীতির উন্নয়নে সুফল আসবে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সুনীল অর্থনীতিতে সামুদ্রিক মৎস্য সম্পদ গবেষণা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কক্সবাজারস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তোফাজ্জল হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ প্রমুখ। কর্মশালায় মুলপ্রবন্ধ পাঠ করেন সামুদ্রিক মৎস্য ড্রযুক্তি কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এহেছানুল করিম।
এতে ও মৎস্য বিজ্ঞানী, গবেষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মন্ত্রী পরে নবনির্মিত মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।