ঢাকা আলিয়ায় মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা


Janobani

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩৯ পূর্বাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৩


ঢাকা আলিয়ায় মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঢাকা আলিয়ায় মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপমহাদেশের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়াতে পুরষ্কার বিতরণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অতিরিক্ত সচিব হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব বেগম শাহনেওয়াজ দিলরুবা খান। 


মাদ্রাসা অধিদপ্তরের পরিচালক হাবিবুর রহমান বলেন,জাতির পিতার কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মাদ্রাসার ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে মাদ্রাসার ছাত্ররা তথ্যপ্রযুক্তিতে অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন গ্রামের মাদ্রাসা গুলোতেও আধুনিক কম্পিউটার ল্যাবসহ নানা সুযোগ সুবিধা রয়েছে। সামনের দিনে যা আরো বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নানা প্রকল্প হাতে নিয়েছেন। যার মাধ্যমে মাদ্রাসা শিক্ষার্থীরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাথে সমানভাবে এগিয়ে যেতে পারে। 


এ সময় আলিয়া মাদ্রাসার ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন তার বক্তব্যে ঢাকা আলিয়ার ইতিহাস ঐতিহ্য, আবাসন সংকট, পরিবহ সংকটসহ নানা সমস্যার কথা শিক্ষা অধিদপ্তরে ডিজির কাছে তুলে ধরেন। 


সরকারি মাদ্রাসা-ই- আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহমান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের  শিক্ষক, ঢাকা আলিয়া ছাত্রলীগ নেতা আজিজুল হক জোবায়ের, মুরাদ হোসেন,সাবেক সভাপতি জোবায়ের খান, সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ খান, ইকবাল খান, আনিসুর রহমান ফুয়াদ, মৃধা মেহেদি হাসান, সাদিকুর রহমান, আবু রায়হান, জুয়েল,আজিম উদ্দিন আল আজাদ, মাইফুল নাইম প্রমুখ।


এছাড়াও আরও উপস্থিত ছিলেন ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাকিব মোরতাজা, অর্থ ও দপ্তর সম্পাদক জুবায়ের, কার্যকরী সদস্য ইমরানুল হক সাকিব।