ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো বুয়েট
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:০৪ পূর্বাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) -এর প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যালয়ের সমানে হতে প্রভাতফেরীর মাধ্যমে পলাশী মোড় হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।
এসময় বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, ছাত্রকল্যাণ পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ, অফিস, ইনস্টিটিউট ও সেন্টারের প্রধানগণসহ বিশেবিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে উপাচার্য মহোদয়ের নেতৃত্বে বুয়েট মূল ফটক সংলগ্ন শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেবি/এসবি