রাতের তাপমাত্রা কমেব কিনা, জানাল আবহাওয়া অফিস


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৩


রাতের তাপমাত্রা কমেব কিনা, জানাল আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শুক্রবার (২৪ ফেব্রুয়ায়রি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


পূর্বাভাস থেকে আরো জানা যায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সিলেট অঞ্চলের দুই-এক জায়গায় বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে।


শুক্রবার সকালে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে দিনাজপুরে। অন্যদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে।


আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরে পশ্চিম ও দক্ষিন-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতি ছিল ৬-১২ কিলোমিটার।


আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।


এ ছাড়াও আগামী তিন দিনে আবহাওয়ার অবস্থায় সামান্য পরিবর্তিন হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।