বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে জঙ্গিগোষ্ঠীর চিঠি


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৩


বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে জঙ্গিগোষ্ঠীর চিঠি
বই মেলা ২০২৩

চলমান অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম। এ ঘটনার পর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাংলা একাডেমির নিরাপত্তার দায়িত্বে থাকা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। 


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।


এ বিষয়ে জানতে চাইলে বাংলা একাডেমির মহাপরিচালক নুরুল হুদা চিঠি পাওয়ার কথা নিশ্চিত করে জানান, ‘শুনেছি, এমন একটা চিঠি এসেছে। শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছে।’


শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পক্ষ থেকে একাডেমির মহাপরিচালককে চিঠি দিয়ে বলেছে, রাজধানীর দুটি হোটেলে অসামাজিক কার্যকলাপ চলে। এগুলো বন্ধ না হলে অমর একুশে বইমেলায় বোমা হামলা চালাব। এ ঘটনায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ একটি জিডি করেছে। আমরা প্রাথমিক তদন্ত শুরু করেছি।’


বাংলা একাডেমির পক্ষ থেকে করা জিডিটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান জিডির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মো. জব্বার।


জেবি/এসবি