অপহরনের ১১মাস পর সন্তানসহ ভিকটিমকে উদ্ধার আটক ১


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪৯ পূর্বাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৩


অপহরনের ১১মাস পর সন্তানসহ ভিকটিমকে উদ্ধার আটক ১
বদলগাছী থানা

নওগাঁর বদলগাছীতে অপহরণ মামলার দীর্ঘ ১০মাস ২৫দিন পর ২মাসের শিশু সন্তানসহ ভিকটিমকে উদ্ধার করে অপহরণকারী আল আমিন (২৩)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।


থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০মিনিটে চট্টগ্রামের চান্দগাঁও থানার কালুঘাট বরিশাল বাজারের মুন্সির বাসা থেকে অপহরণকৃত ভিকটিম (১৫) কে একটি দুই মাসের শিশু সন্তানকে উদ্ধার করে আসামী আল আমিনকে গ্রেফতার করে পুলিশ।


মামলা সূত্রে জানা যায়, গত বছর ২৯শে মার্চ বিকেল সাড়ে ৫টায় বদলগাছী উপজেলার সদর ইউপির গাবনা গ্রামের আবু তাহেরের পিতা- মো. আব্দুস ছাত্তারের বাড়ীর উত্তর পার্শে ইটের হেয়ারিং রাস্তার উপর আল-আমীন ভিকটিমকে বিয়ের প্রলোভন দিয়া ফুসলাইয়া সবুজ রংয়ের একটি সিএনজি করে নওগাঁর দিকে নিয়ে যায়। অনেক খোঁজাখুজি করে পাওয়া না গেলে পরে ৩০শে মার্চ মেয়ের বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ আইনের ৭/৩০ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৬/৮২। পরবর্তীতে মামলাটি অভিযোগ পত্রটি কোর্টে পাঠানো হয়।


থানা পুলিশ আরও জানায়, নওগাঁর পুলিশ সুপার রাশিদুল ইসলামের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পালের একান্ত প্রচেষ্টায় বদলগাছী থানা ওসি আতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় এসআই আবু তাহের তার সঙ্গীয় ফোর্স নিয়ে অপহৃত ভিটকিমকে ২মাসের বাচ্চাসহ উদ্ধার করে এবং আসামী আল আমিনকে গ্রেফতার করে।


এ ব্যপারে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, দীর্ঘ দিন থেকে অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল স্যারের নেতৃত্বে ও একান্ত প্রচেষ্টায় আমাদের থানার এসআই আবু তাহের অপহরণকৃত ভিকটিমকে উদ্ধার করে আসামীকে গ্রেফতার করে শুক্রবারে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 


আরএক্স/