চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৬:৫২ এএম, ২৫শে ফেব্রুয়ারি ২০২৩

হলের সিট দখলকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা ৬টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বর্তমানে একটি পক্ষ আলাওল হল ও স্যার এ এফ রহমান হলে এবং অপরপক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রত্যেকে নিজ নিজ হলের সামনে সতর্ক অবস্থানে আছে। পুলিশও ঘটনাস্থলে উপস্থিত আছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম জানান, 'সংঘর্ষ শুরু হলে পুলিশকে খবর দেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছ। দুটি গ্রুপ দুই হলে অবস্থান করছে।'
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

ছাত্রীদের যৌনকর্মী বলা সেই ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

ইসলামী ছাত্রশিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট

বুলিংয়ের শিকার হচ্ছেন শিবির সমর্থিত নারী প্রার্থীরা: সিবগাতুল্লাহ

ডাকসু নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে রিট করলেন সাবেক ছাত্রলীগ নেতা
