বেইলি রোডে অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে আগুন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২৫শে ফেব্রুয়ারি ২০২৩
বেইলি রোডে অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে ১০টা ৫০ মিনিটের পরই আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা খালেদা ইয়াসমিন এ তথ্য জানান।
তিনি বলেন, অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে। তবে এতে ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।