বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:০১ এএম, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩

বিডিআর বিদ্রোহে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানিছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধান ও শহীদদের পরিবার।
শনিবার (২৫ ফেব্রুয়ার) বনানীর সামরিক কবরস্থানে তাদের প্রতি শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করা হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন তাদের সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম ও মেজর জেনারেল কবীর আহাম্মদ।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমানবাহিনীর প্রধান এয়ারভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিরুল ইসলাম খান ও শহীদ পরিবারের সদস্যরা।