বরগুনা বামনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:১৭ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩


বরগুনা বামনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
মো. সাবিত ইসা

বরগুনা বামনায় বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে মো. সাবিত ইসা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।


শুক্রবার  (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫ দিকে উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের  ছনবুনিয়া গ্রামে  হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু সাবিত ইসা ওই বাড়ির মো. ইউনুস হাওলাদারের ছেলে।


মৃতের পারিবারের লোকজনের সাথে কথা বলে জানা যায়, ঘটনার দিন বিকেলে শিশু সাবিতকে বাড়ির সামনে খেলতে দেখে তার মা পাশের বাড়িতে গিয়েছিল । পরে সন্ধ্যার একটু আগে বাড়িতে ফিরে শিশু আয়ানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে পানিতে ভাসতে দেখে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।


বুকাবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান (সবুজ) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরএক্স/