পিলখানা ট্রাজেডির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:২৬ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩


পিলখানা ট্রাজেডির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু
ফাইল ছবি

বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি মারা গেছেন। তার নাম আব্দুল বাতেন। 


শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বাতেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত হয়।


আব্দুল বাতেনকে হাসপাতালে নিয়ে যান কারারক্ষী আলী হোসেন। তিনি জানান, আব্দুল বাতেন বিডিআর বিদ্রোহ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তার বাবার নাম ইদ্রিস মিয়া। বাতেনের মরদেহ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে।


ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, আব্দুল বাতেন এর আগে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছিলেন। পরে সেখান থেকে তাকে চিকিৎসার জন্য কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।