ভোলার প্রাণিসম্পদের বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্ধোধন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৩৩ পূর্বাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩


ভোলার  প্রাণিসম্পদের বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্ধোধন
উন্নয়ন মুলক কাজের উদ্ধোধন

ভোলার চরাঞ্চলে প্রাণিসম্পদের বিভিন্ন উন্নয়ন মুলক কাজের উদ্ধোধন করা হয়েছে। এ সব প্রকল্পের উদ্ধোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। 


বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) পল্লী কর্ম- সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সাসটেইনেবল এন্টার প্রাইজ (এসইপি) প্রকল্পের আওতায় সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের চর চন্দ্র প্রসাদ মহিষের আধুনিক কিল্লা, ভেলুমিয়ার চরগাজিতে মহিষের উন্নয়ন ও প্রজনন খামার, ব্যাংকের হাট এলাকায় জিজেইউএস প্রানী স্বাস্থ সেবা কেন্দ্রের উদ্ধোধন ও চরনোয়াবাদ পুলিশ লাইনস মোড়ে (জিজেইউএস) বাজার পরিদর্শন করেন। 


গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) প্রকল্প গুলো বাস্তবায়ন করে আসছে। ব্যাংকের হাট প্রানি সেবা কেন্দ্রের উদ্ধোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ইন্দ্রজিত কুমার মন্ডল ও ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন জিজেইউএস এর পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। আরো উপস্থিত ছিলেন উপজেলা ভেটিরিনারি সার্জন শাহিন মাহমুদ, পরিচালক (মাইক্রেফিন্যান্স) মোঃ জাকির হোসেন, উপ-পরিচালক ডাঃ খলিলুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত পরিচালক (হিসাব ও অর্থ) মোঃ মোস্তফা কামাল প্রমূখ। 


আরএক্স/