লামায় তামাক ক্ষেতে মিলল যুবকের লাশ

বান্দরবানের লামা উপজেলায় পাইং থোয়াই অং মারমা (২৮) নামে এক যুবকের লাশ তামাক ক্ষেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
বিজ্ঞাপন
বান্দরবানের লামা উপজেলায় পাইং থোয়াই অং মারমা (২৮) নামে এক যুবকের লাশ তামাক ক্ষেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে লামা পৌরসভার (৯ নম্বর)ওয়ার্ড শিলেরতুয়া মারমা পাড়ার পার্শ্ববর্তী তামাক ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত পাইং থোয়াই অং মারমা একই এলাকার অংক্যচিং মারমার ছেলে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার তবিদুর রহমান উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহতের পারিবারিক সূত্রে পুলিশ জানায়, শনিবার বিকালে পাড়ার পাঁশে তামাক ক্ষেতে তার লাশ পেয়ে স্থানীয়রা লামা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানিয়েছেন বিষপান করে তিনি আত্মহত্যা করেছেন।
বিজ্ঞাপন
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রত্যাশা মল্লিক জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাইং থোয়াই অং মারমা নামে একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ময়নাতদন্ত করলে জানা যাবে কি কারণে মারা গেছেন। বিষয়টি জানতে পেরে লামা থানা পুলিশের একটি টিম সন্ধ্যায় লাশ থানায় নিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
লামা থানার ওসি (তদন্ত) খন্দকার তবিদুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
আরএক্স/








