আমরা স্বস্তিদায়ক নির্বাচন করতে চাই: সিইসি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৫২ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩
রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় ফাঁক থাকলে এবং নির্বাচনী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকলে সেই নির্বাচন প্রত্যাশিত মাত্রায় অংশগ্রহণমূলক বলা যাবে না। এমনকি নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) পাবনার ঈশ্বরদীতে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা স্বস্তিদায়ক হিসেবে এবং সহজভাবে নির্বাচন আয়োজন করতে চাই। সেজন্য আমরা প্রত্যাশা করি, দেশের বড় রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে মোটাদাগে বোঝাপড়া থাকে তাহল ভালো নির্বাচন উপহার দিতে পারবো।
সিইসি বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে যদি বোঝাপড়ার গ্যাপ থাকে তাহলে আলোচনার মাধ্যমে সমাধান করুন।’
রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফর উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন স্বাগত বক্তব্য দেন।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইন্সটিটিউটের সেমিনার হল রুমে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ মহাপরিদর্শক আব্দুল বাতেন।