মজাদার গুড়ের পায়েস


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০৩:০৮ পূর্বাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩


মজাদার গুড়ের পায়েস
গুড়ের পায়েস

শীতের দিনে গুড়ের পায়েস খাবেন না তাই কি হয়! বেশিরভাগ ক্ষেত্রেই গুড়ের পায়েস তৈরির সময় দুধ মেশালে দুধের ছানা কেটে যায়। কিন্তু সঠিক রেসিপি জানা থাকলে এই সমস্যায় পড়তে হবে না। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-


তৈরি করতে যা লাগবে


পোলাওয়ের চাল- আধা কাপ


খেজুরের গুড়- ৪০০ গ্রাম


দুধ- ১ লিটার


নারিকেল কোরানো- ১ কাপ


পানি- পরিমাণমতো


তেজপাতা- ২টি


কিশমিশ- ১ টেবিল চামচ


দারুচিনি- ২ টুকরা


বাদাম কুচি- ১ টেবিল চামচ


লবণ- সামান্য।


যেভাবে তৈরি করবেন


চাল ভিজিয়ে রাখুন আধা ঘণ্টার মতো। এরপর ধুয়ে তার সঙ্গে তিন কাপ পানি, তেজপাতা, দারুচিনি ও সামান্য লবণ দিয়ে মৃদু আঁচে ভালো করে সেদ্ধ করে নিন। অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। ঘন হয়ে অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। 


পরে অন্য একটি পাত্রে এক কাপ পানির সঙ্গে গুড় মিশিয়ে জ্বাল দিয়ে ঠান্ডা হতে রেখে দিন। চাল সেদ্ধ হলে তাতে জ্বাল দিয়ে রাখা গুড়, নারিকেল ও দুধ মেশান। অল্প আঁচে কিছুক্ষণ জ্বাল দিন। ঠান্ডা হলে নামিয়ে কিশমিশ ও বাদাম ছড়িয়ে পরিবেশন করুন।