ফকিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১১:৩০ পিএম, ২৭শে ফেব্রুয়ারি ২০২৩


ফকিরহাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো. হুমায়ুন কবির

বাগেরহাটের ফকিরহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. হুমায়ুন কবির(৩৮)কে গ্রেফতার করেছে র‌্যাব। 


সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১ টায় ফকিরহাটের শটের বটতলা এলাকায় বিপুল পরিমান গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। 


এ সময় র‌্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারি কে আটক করতে সক্ষম হয়েছেন। 


জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মোঃ হুমায়ুন কবির এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন ফকিরহাট অফিসার্স ইনচার্জ মু.আলিমুজ্জামান। 


আরএক্স/