নড়াইলে মহিলা আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৩২ এএম, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩


নড়াইলে মহিলা আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নড়াইলে মহিলা আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াইলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে সোমবার শহরের জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


এর আগে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এস শেষ হয়। পরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা মহিলা আাওয়ামী লীগের সভাপতি এডভোকেট রমা রানী রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমত আরার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন - জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা। 


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ- সভাপতি রওশন আলা লিলি, গুলশান আরা বুলু,যুগ্ন সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা রোজিসহ আরো অনেকে। 


এ সময় পৌর সংরক্ষিত আসনের কাউন্সিলর ইপি রানী অধিকারী, জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।