আশ্রয়ন প্রকল্পের পঞ্চাশটি বাড়ির চাবি হস্তান্তর করলেন বাংলাদেশ সেনাবাহিনী


Janobani

উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ০৫:৪২ পূর্বাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩


আশ্রয়ন প্রকল্পের পঞ্চাশটি বাড়ির চাবি হস্তান্তর করলেন বাংলাদেশ সেনাবাহিনী
বাংলাদেশ সেনাবাহিনী

জয়পুরহাটের ক্ষেতলালে বাংলাদেশ সেনাবাহিনী ভুমিহীন গৃহহীনদের জন্য আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সেমি পাকা ৫০ টি গৃহ নির্মান কাজ সমাপ্ত করে আনুষ্ঠানিক ভাবে চাবি হস্তান্তর করা হয়েছে।


সোমবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় উপজেলার মির্জাপুর মৌজার ফেরসা নামক স্থানে নির্মিত আশ্রয়ন-২ প্রকল্পে এসব ঘরের চাবি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন সেনা কর্মকর্তা লেপ্টেন কর্নেল মাহফুজ।  


সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন  থাকবে না‘। আশ্রয়ন  প্রকল্পগুলো সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনায় নির্মান কাজ সমাপ্ত করতে বাংলাদেশ সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসনকে সহায়তার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন উপজেলার মামুদপুর ইউনিয়নের মির্জাপুর মৌজার ফেসরা আশ্রয়ন-২ প্রকল্পের ৫টি ইউনিট বিশিষ্ট ১০টি সেমি পাকা ব্যারাক হাউজ নির্মান শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আনুষ্ঠানিক ভাবে আশ্রয়নের চাবী হস্তান্তর করেন তারা।


বিজ্ঞপ্তিতে জানা গেছে, এ আশ্রয়নের ব্যরাক হাউজ গুলোতে ৫০টি গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিত করা সম্ভব হবে। প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেপ্টেন কর্নেল মাহফুজ, মেজর হাবিব।


এ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আরএক্স/