কুমিল্লা’য় ১৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ করলো বিজিডিসিএল


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ১০:২২ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩


কুমিল্লা’য় ১৮ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ করলো বিজিডিসিএল
গ্যাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া কুমিল্লার বুড়িচং উপজেলার তিনটি শিল্পকারখানায় গ্যাসের পাইপলাইন বসানোর কারণে কুমিল্লা মহানগর ,সদর উপজেলাসহ কুমিল্লা সেনানিবাস এলাকায় মঙ্গলবার দুপুর ১২টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। 


কুমিল্লা সদরের চাঁপাপুর এলাকায় অবস্থিত পেট্টেবাংলা নিয়ন্ত্রিত বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শংকর মজুমদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়। 


এতে লক্ষাধিক গ্রাহককে টানা ১৮ ঘণ্টা ভোগান্তি পোহাতে হবে। বাখরাবাদ সূত্রে জানা গেছে- বুড়িচং উপজেলার কুরছাপ-মৌকাম আগাতা সড়কের পাশে তিনটি বড় আকারের শিল্পকারখানা আছে। এগুলো হলো মেসার্স আগাতা ফিড মিলস লিমিটেড, মেসার্স এলিট হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও অ্যাঞ্জেল টেক্সটাইল কম্পোজিট মিলস লিমিটেড। 


এই তিন প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের জন্য বাখরাবাদ ১০ ইঞ্চি ব্যাস ২৪ বার চাপের জেলার চান্দিনার কুটুম্বপুর-সদর দক্ষিণ উপজেলার নন্দনপুর ল্যাটারাল পাইপলাইনের সঙ্গে তিন শিল্পকারখানার জন্য নবনির্মিত ৬ ইঞ্চি ২৪ বার চাপের ৬০০ মিটার পাইপলাইনের হুকআপ এবং কমিশনিং কাজ করা হবে। 


ওই কারণে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে পরদিন ১ মার্চ সকাল ছয়টা পর্যন্ত কুমিল্লা সদর ও আশপাশের এলাকা, কুমিল্লা সেনানিবাস এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।


আরএক্স/