জয়পুরহাটে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৩
জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলায় গর্ভবতী স্ত্রী লাইলীকে হত্যার দায়ে স্বামী জুয়েলকে মৃত্যুদন্ডাদেশ এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ১২টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২য় আদালতের বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায় দাম্পত্য কলহের জেরে ২০০৭ সালের ২৩শে জুলাই রাতে জুয়েল তার ৭ মাসের গর্ভবতী স্ত্রী লাইলী বেগম কে যৌতুকের দাবিতে এলোপাতাড়ি মারপিট করলে ঘটনাস্থলেই লাইলী নিহত হন।
ঘটনাটি ধামাচাপা দিতে স্ত্রী আত্মহত্যা করেছে বলে জুয়েল প্রচার করেন কিন্তু এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। বিষয়টি বুঝতে পেরে জুয়েল কৌশলে পালিয়ে যায়। পরদিন নিহতের বড় বোন রাবেয়া খাতুন ২০০৭ সালে ২৪শে জুলাই ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আরো দুই আসামি লিলি বেগম ও আবদুল জলিলকে হত্যাকান্ডের সংশ্লিষ্টতা না পাওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।
আরএক্স/